Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

অবিস্মরণীয় উত্থানে বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি হলো অ্যাপল (অ্যাপল ইনকর্পোরেটেড)। সম্প্রতি প্রকাশিত কোম্পানিটির মার্চ থেকে ৩০জুন ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর থেকে আইফোন তৈরির এই কোম্পানি শেয়ারের দাম ২০৭ দশমিক ৪০ ডলার বৃদ্ধি পেয়েছে। তাতে নিউইয়র্কের পুঁজিবাজারে নতুন রেকর্ড গড়েছে। এর ফলে অ্যামাজন এবং মাইক্রোসফট কোম্পানিকে ছাড়িয়ে শীর্ষে উঠলো অ্যাপল। ২০০৭ সালে বাজারে আসা কোম্পানির শেয়ার বাজারে দামে হঠাৎ বড় উত্থান হয়েছে। এময়ে কোম্পানির শেয়ারের ১ হাজার ১০০ শতাংশ আয় বৃদ্ধির হয়েছে। যা গত ২০ বছরের মধ্য সর্বোচ্চ মুনাফা। এর মধ্যে সর্বশেষ বছরের চেয়ে মুনাফা তিনগুণ বেশি। মুনাফার অধিকাংশ আয় এসেছে আইফোন ৮ ও এক্স পণ্য বিক্রি থেকে। এই দুটি পণ্য সবচেয়ে বিক্রি হয় চীন এবং জাপানে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ