Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ ধাপ ইউপি নির্বাচনে জয় পেলেন যারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৯:০৬ এএম | আপডেট : ২:৪০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২১

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ১১৮ উপজেলার ৮৩৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা।


মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. মোশারফ মোল্লা। তিনি পরাজিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদকে। তবে কত ভোটে পরাজিত করেছেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ফের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. অলিউল ইসলাম অলি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন।
বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মো. অলিউল ইসলাম অলি পেয়েছেন ১৮ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া পেয়েছেন ৫ হাজার ৩২৮ ভোট। এছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোমেন মিয়া পেয়েছেন ১৯৪ ভোট। ১২ হাজার ৭৯৪ ভোটের ব্যবধানে অলি চেয়ারম্যান নির্বাচিত হন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাচন ও নাগরী ইউনিয়ন নির্বাচন রিটার্নিং অফিসার ফারিজা নূর এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে, ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে সোহেল পিটার গমেজ (তালা), ২ নম্বর ওয়ার্ডে আসফিয়াক মোহাম্মদ খালিদ (আপেল), ৩ নম্বর ওয়ার্ডে মনির হোসেন খান (বৈদ্যুতিক পাখা), ৪ নম্বর ওয়ার্ডে মাসুম আকন্দ (তালা), ৫ নম্বর ওয়ার্ডে মো. মজিবুর রহমান (তালা), ৬ নম্বর ওয়ার্ডে মাসুদ পারভেজ (ফুটবল), ৭ নম্বর ওয়ার্ডে মো. মামুন মিয়া (আপেল), ৮ নম্বর ওয়ার্ডে বিকাশ চন্দ্র দত্ত (আপেল) ও ৯ নম্বর ওয়ার্ডে মো. এন্তাজ মিয়া ((বৈদ্যুতিক পাখা)।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন ১, ২, ৩ ওয়ার্ডে কোহিনূর বেগম (বই); ৪, ৫, ৬ ওয়ার্ডে হাজেরা খাতুন (কলম); ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রোকসানা আক্তার (মাইক)।

সুনামগঞ্জ: এ জেলার তিন উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের সাত জন, স্বতন্ত্র(বিএনপি) চারজন, স্বতন্ত্র (আওয়ামী বিদ্রোহী) নয়জন, জাতীয় পার্টির একজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। রোববার(২৬ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে বিজয় ঘোষণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জেলার জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন পাটলী ইউনিয়নে নৌকা প্রতীকে আঙ্গুর মিয়া ৪ হাজার ৩শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকে ছদরুল ইসলাম ৭হাজার ১শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ৬শ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী শহিদুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৫হাজার ১শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে ৫ হাজার ৮শ ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৫শ ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মখলুছ মিয়া ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮শ ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া চশমা প্রতীকে ৪ হাজার ৪শ ৭১ ভোট পেয়েছেন।

বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে সুলোকাবাদা ইউনিয়নে নৌকা প্রতীকে নুরে আলম সিদ্দিকী তপন বিজয়ী হেয়েছেন। এছাড়া পলাশ ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী মো. সুহেল আহমদ সুহেল, ধনপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী মো. মিলন মিয়া, দক্ষিন বাদাঘাট ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র(বিএনপি) প্রার্থী অ্যাড. ছবাব মিয়া ও ফতেহপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. ফারুক মিয়া বিজয়ী হয়েছেন।

অন্যদিকে দিরাই উপজেলার নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে নৌকা প্রতীকে শৈলেন্দ্র কুমার তালুকদার বিজয়ী হয়েছেন। এছাড়া করিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে লিটন চন্দ্র দাস লিটু, জগদল ইউনিয়নে নৌকা প্রতীকে হুমায়ুন রশীদ লাভলু, ভাটিপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, রাজা নগর ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, চরনারচর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী পরিতোষ রায়, সরমঙ্গল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল, তাড়ল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র(বিএনপি) প্রার্থী আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী একরার হোসেন বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের তিন উপজেলার ২১ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯জন ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তারা হলেন টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে (নৌকা) আফজাল হোসেন, হুগড়া ইউনিয়নে (স্বতন্ত্র) নুর ই আলম তুহিন, বাঘিল ইউনিয়নে (নৌকা) এসএম মতিয়ার রহমান মন্টু, ঘারিন্দা ইউনিয়নে (নৌকা) তোফায়েল আহমেদ, করটিয়া ইউনিয়নে (নৌকা) খালেকুজ্জামান চৌধুরী মজনু, পোড়াবাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র) শাহাদত হোসেন, গালা ইউনিয়নে (স্বতন্ত্র) নজরুল ইসলাম খান, মগড়া ইউনিয়নে (স্বতন্ত্র) মোতালেব হোসেন, ভুঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে (নৌকা) দিদারুল আলম খান, গাবসারা ইউনিয়নে (স্বতন্ত্র) শাহ আলম, ফলদা ইউনিয়নে (নৌকা) সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নে (নৌকা) দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়নে (স্বতন্ত্র ) মাসুদুল হক মাসুদ, ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নে (নৌকা) সুজাত আলী খান, ঘাটাইল সদর ইউনিয়নে (স্বতন্ত্র) মিজানুর রহমান হীরা, লোকেরপাড়া ইউনিয়নে (স্বতন্ত্র) সহিদুল হক মিলন, আনেহলা ইউনিয়নে (নৌকা) তালুকদার শাজাহান, দিগলকান্দি ইউনিয়নে (স্বতন্ত্র) রেজাউল করিম মটু, দিঘর ইউনিয়নে (স্বতন্ত্র) ফারুক হোসেন ফনি, দেওপাড়া ইউনিয়নে (স্বতন্ত্র) রুহল আমীন হেপলু।

পঞ্চগড়: পঞ্চগড় বোদা উপজেলার ৯টি এবং আটোয়ারী উপজেলার একটিসহ মোট ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে।
বিজয়ীরা হলেন- বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল জব্বার, বেঙহারি বনগ্রামে চশমা প্রতীকে সাহেব আলী, কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মোমিন, বড়শশী ইউনিয়নে চশমা প্রতীকে আব্দুর রহিম, মারেয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শামীম হোসেন, চন্দন বাড়িতে নৌকা প্রতীকে নজরুল ইসলাম, বোদা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে অখিল চন্দ্র ঘোষ, সাকোয়া ইউনিয়নে নৌকা প্রতীকে হাফিজুল ইসলাম, পাঁচপীরে নৌকা প্রতীকে অজয় চন্দ্র রায় এবং আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে নৌকা প্রতীকে দেলোয়ার হোসেন।

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়া উপজেলার ৫টিতে ও কোটালীপাড়া উপজেলার ৭টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করছে।

পাটগাতি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ মো: শুকুর আহমেদ (নৌকা) ১৪ হাজার ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী লাল বাহাদুর (নৌকা) ৯ হাজার ৯১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ডুমুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলী আহমেদ শেখ (নৌকা) নির্বাচিত হয়েছেন।

কুশলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: বেলায়েত হোসেন সরদার (নৌকা) ১০ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিলিয়া আমিনুল (নৌকা) ৮ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাদুল্লাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সমর চাঁদ মৃধা খোকন নির্বাচিত হয়েছেন। বান্ধাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। রাধাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের ভীম চন্দ্র বাগচী নির্বাচিত হয়েছেন। শুয়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ নির্বাচিত হয়েছেন। পিঞ্জুরী ইউনিয়নে আওয়ামী লীগের আমিনুজ্জামান খান মিলন নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার তিনটি উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিজয়ীরা হলেন- লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে আব্দুল ওয়াহেদ (নৌকা), চরম্বায় মাওলানা হেলাল উদ্দিন (আনারস), পদুয়ায় মো. হারুনর রশিদ (নৌকা) ও চুনতিতে জয়নুল আবেদীন জনু (নৌকা) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বড়াহাতিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বিজয় কুমার বড়ুয়া ও পুটিবিলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, খরনা ইউনিয়নে মাহবুবুর রহমান (নৌকা), জিরি ইউনিয়নে আমিনুল ইসলাম টিপু (নৌকা), আশিয়া ইউনিয়নে এম এ হাসেম (নৌকা), কাশিয়াইশ ইউনিয়নে আবুল কাশেম (নৌকা), কেলিশহর ইউনিয়নে সরোজ কান্তি সেন নান্টু (নৌকা), ছনহরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সামসুল আলম (নৌকা), কচুয়াই ইউনিয়নে ইনজামুল হক জসিম (নৌকা), হাবিলাসদ্বীপ ইউনিয়নে ফৌজুল কবির কুমার (নৌকা), ধলঘাট ইউনিয়নে রনবীর ঘোষ টুটুন (নৌকা), ভাটিখাইন ইউনিয়নে মোহাম্মদ বখতিয়ার (নৌকা)। জঙ্গল খাইন ইউনিয়নে শাহাদাত হোসেন সবুজ (স্বতন্ত্র), কোলাগাঁও ইউনিয়নে মাহবুবুল হক চৌধুরী (স্বতন্ত্র), হাইদগাঁও ইউনিয়নে বি এম জসিম (স্বতন্ত্র) ও কুসুমপুরা ইউনিয়নে জাকারিয়া ডালিম (স্বতন্ত্র)।

অপরদিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিজয়ীরা হলেন - শিকলবাহা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস), চরলক্ষ্যা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সোলায়মান এবং জুলধা ইউপিতে আওয়ামীলীগ মনোনীত হাজী মুহাম্মদ নুরুল হক।

যশোর: যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র প্রার্থী চারজন নির্বাচিত হয়েছেন।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন, প্রেমবাগ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রভাষক মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে নৌকা প্রতীকের বিকাশ রায় কপিল, চলিশিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সানা আব্দুল মান্নান, পায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের মো. হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ তৈয়েবুর রহমান, শুভরাড়া ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ও সিদ্ধিপাশা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বাতন্ত্র প্রার্থী শেখ আবুল কাশেম নিকটতম খান এ কামাল।

নোয়াখালী: নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন অনষ্ঠিত হয়। এর মধ্যে ৯টিতে নৌকা প্রতীক এবং ৬টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ১টি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা স্বতন্ত্র চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

সদর উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচিতরা হলেন, কাদির হানিফ ইউনিয়নে আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর, ১নং চরমটুয়া ইউনিয়নে কামাল উদ্দিন বাবলু। একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, আন্ডারচর ইউনিয়নে মো. জসীম উদ্দিন, এওজবালিয়া ইউনিয়নে মো. বেলাল হোসেন, দাদপুর ইউনিয়নে মিজানুর রহমান শিপন, কালাদরাপ ইউনিয়নে শাহাদাত উল্যাহ সেলিম। এছাড়া ১৯ নং পূর্বচরমটুয়া ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা ফয়সাল বারী চৌধুরী আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, কবিরহাট উপজেলার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন, নরােত্তমপুুর ইউপিতে কে এম সিরাজ উল্যাহ, ধানসিঁড়ি ইউনিয়নে কামাল খান, চাপরাশিরহাট ইউনিয়নে মো. মহিউদ্দিন টিটু, বাটাইয়া ইউনিয়নে মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগ ইউনিয়নে একেএম আলাউদ্দিন ভুঁইয়া।

একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, সুন্দলপুর ইউনিয়নে হাজী মো. ইলিয়াছ, ধানশালিক ইউনিয়নে মো. সাহাব উদ্দিন।

 



 

Show all comments
  • হেদায়েতুর রহমান ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৬ পিএম says : 0
    একে কি নির্বাচন বলে ?
    Total Reply(0) Reply
  • Naima Chowdhury ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৮ পিএম says : 0
    এই সরকারের আমলে যারা নৌকার বিরুদ্ধে গিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তারা ভবিষ্যতে মন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে
    Total Reply(0) Reply
  • Babu Fakir ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৮ পিএম says : 0
    মানুষ বুঝে গেছে কারে নির্বাচিত করতে হবে
    Total Reply(0) Reply
  • রাইসুল ইসলাম রিফাত ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৮ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Alamin Moin ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৯ পিএম says : 0
    নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে ছেলে খেলা খেলছেন, মন চাইলো একটু সুষ্ঠ নির্বাচন দিয়ে দেখেন আর না চাইলে বুঝে নিবেন ওনারা কি করতে পারেন ।
    Total Reply(0) Reply
  • MD Imrul Alam ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৯ পিএম says : 0
    সুষ্ঠু নির্বাচনের ফল!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ