Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ ধাপে লৌহজং ইউপি নির্বাচনে আ.লীগ ২, স্বতন্ত্র ৩টিতে জয়ী

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১১:০৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ৫টির মধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক প্রার্থী ২টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টিতে বিজয়ী হয়েছেন।

এরমধ্যে কনকসার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিদুৎ আলম মোড়ল, বেজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফারুক ইকবাল মৃধা, বৌলতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল মালেক শিকদার, খিদিরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ, কলমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মোতালেব শেখ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কনকসার ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বিদ্যুৎ আলম মোড়ল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭,১২৮ ভোট; নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মেহেদী হাসান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩,৩৪২ ভোট, বেজগাঁও ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ফারুক ইকবাল মৃধা পেয়েছেন ৭,১২১ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে আলী মাহমুদ জনি পেয়েছেন ২,২৩৪ ভোট, বৌলতলী ইউনিয়নে বিজয়ী আবদুল মালেক শিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৯১৭ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩,২৪৪ ভোট, খিদিরপাড়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৫,৯৪৬ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৬৯৬ ভোট, কলমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোতালেব হোসেন শেখ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬,১৮৩ ভোট;
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম ফকির সাগর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৮৯৭ ভোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ