Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোণার ১২ ইউনিয়নের ৮টিতে নৌকা বিজয়ী

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৯:৩৭ পিএম

চতুর্থ ধাপে রোববার (২৮ ডিসেম্বর) নেত্রকোণার সদর উপজেলার একটিসহ মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


নির্বাচনে চেয়ারম্যান পদে ১২টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপি’র স্বতন্ত্র প্রাথী জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারী ফলাফলে এই তথ্য জানা গেছে।

মোহনগঞ্জ উপজেলায় বিজয়ীরা হলেন, বরকাশিয়া-বিরামপুর ইউনিয়নে মোতাহার হোসেন চৌধুরী (নৌকা), বড়তলী-বানিয়াহারী ইউনিয়নে মোঃ সোহাগ তালুকদার (ঘোড়া), তেতুঁলিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম চৌধুরী জহর (নৌকা), মাঘান-শিয়াদার ইউনিয়নে আবু বকর সিদ্দিক (নৌকা), সমাজ-সহিলদেও ইউনিয়নে আমিনুল হক সোহেল (নৌকা), সুয়াইর ইউনিয়নে কামরুল হাসান সেলিম (নৌকা) ও গাগলাজুর ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব (নৌকা)।

খালিয়াজুরী উপজেলায় ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে ৩টিতেই নৌকার পরাজয় ঘটেছে। খালিয়াজুরীতে জয়লাভ করেছেন চাকুয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে শামীম মোড়ল (ঘোড়া), নগর ইউনিয়নে দেবেশ চন্দ্র তালুকদার (আনারস) ও গাজীপুর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুর রউফ স্বাধীন (আনারস)।

নেত্রকোনা সদর উপজেলার একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান ফারাস দিলীপ জয়লাভ করেছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ধার্য ছিল। মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ-প্রার্থী মৃত্যুবরন করায় সেই ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া এই ইউনিয়নের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ