Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের শার্শায় নবজাতকের মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৪:১৮ পিএম

যশোরের শার্শায় ডোবা খানা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শার্শা পুলিশ। রবিবার (২৬ ডিসেম্বর) সকালে শার্শার উপজেলার পাঁচ ভুলোট মোল্লাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর সুত্রে জানাযায়, ভোর ৬টার সময় ওই গ্রামের এক নারী ছাগল বাঁধার জন্য বাড়ীর পাশে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায়। এসময় হঠাৎ চোখে পড়ে ডোবার খানার কাছে একটি নবজাতকের মরদেহ ভাসছে। এসময় সে পাশের বাড়ীর লোকজনকে বিষয়টি জানায়। পরে কাছে এসে দেখে নিশ্চিত হন নবজাতকটি মৃত্যু। পরিবর্তিতে তারা পুলিশকে জানায়।
এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। এই বাচ্চা? কোথা থেকে এলো? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। মরদেহটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরদেহ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ