Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চুয়াডাঙ্গায় মাঠে পাওয়া গেলো ৩৪৩ ভরি স্বর্ণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:৫০ এএম

মালিকবিহীন অবস্থায় ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নত মানের ৪টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য দুই কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর ঈদগাহ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪ কেজি অর্থাৎ ৩৪৩ ভরি স্বর্ণ জব্দ করেছে।

শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকালে স্বর্ণগুলো জব্দ করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার সময় চোরাকারবারীরা স্বর্ণ পাচার করছে এ তথ্যের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের (পিবিজিএম, পিএসসি) সার্বিক তত্ত্বাবধানে বারাদী বিওপির সদস্যরা দর্শনা সীমান্তের ৭৮নং মেইন পিলার থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠে অভিযান চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ