Inqilab Logo

সোমববার , ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০, ০৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

মেয়র শাহানশাহের বিরুদ্ধে মামলা করবে র‍্যাব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ২:০৩ পিএম

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে মাদক আইনে মামলা করবে র‍্যাব।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় এই মামলা করা হবে। র‍্যাবের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চড় দেওয়ার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করে র‍্যাব। তাকে এখন র‍্যাব কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানায়, শাহনেওয়াজ শাহানশাহ হোটেল ডি মেরিডিয়ানের ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। খবর পেয়ে সকালে হোটেলটি ঘিরে রাখে র‍্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ