Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জের কলমারচরে পিস্তলসহ ভুয়া র‍্যাব গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৮ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কলমারচর এলাকায় পিস্তলসহ এক ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার। আজ বৃহস্পতিবার দুপুর একটায় তারানগর ইউনিয়নের কলমারচর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মোহাম্মদ আরিয়ান (৩০)।তার বাবার নাম আবুল কালাম । সে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকে। জানা যায় তারানগর ইউপি নির্বাচন চলাকালীন সময়ে কলমারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে র‍্যাব সদস্য পরিচয়ে এক এক ব্যক্তি ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক ফরিদুজ্জামান এর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এতে একপর্যায়ে সে জানায় তিনি সে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর (অপরাধ ঢাকা জেলা দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সালাম মিয়া উপস্থিত হন। গ্রেপ্তারকৃত ভুয়া র‍্যাব সদস্য আরিয়ান এর কাছ থেকে একটি পিস্তল, একটি আধুনিক মোবাইল ও ভুয়া র‍্যাব পরিচয় পত্র কার্ড উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর জানান এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা একটি নিয়মিত মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া র‍্যাব গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ