বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন বুধবার বিকেলে স্থানীয় উথলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
সম্মেলন শেষে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মীর শাহে আলম। সিনিয়র সহ সভাপতি হয়েছেন ডাঃ আশিক মাহমুদ ইকবাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম তাজুল ইসলাম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রাজ্জাক, ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শাহীন, ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার হারুনুর রশিদ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বুলবুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোকছেদুর রহমান দুলু মাস্টার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল করিম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারুক হোসেন, ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এম আবু তাহের, ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এর আগে ২০১০ সালে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নের ৭১ জন করে ৮৫২ জন কাউন্সিলর ও ৬০০ ডেলিগেট উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।