Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবস স্কোয়াশ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৭:২০ পিএম

বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে ফের কোর্টে নেমেছেন জাতীয় স্কোয়াশ দলের খেলোয়াড় মো. সুমন, শহিদুল, রঞ্জন কুমার, মারজানরা। সাতটি গ্রুপে প্রায় দেড়শ’ খেলোয়াড় নিয়ে সোমবার থেকে অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টিলস বিজয় দিবস স্কোয়াশের খেলা শুরু হলেও এর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে বুধবার। এতে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ও পৃষ্ঠাপোষক প্রতিষ্ঠানের গ্রুপ ডিরেক্টর সায়ান সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাকোয়া পেইন্টসের সিইও ইন্দ্রজিৎ লাহিড়ী ও এলিট স্টিলের সহকারী জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান।

বিজয় দিবস স্কোয়াশের খেলাগুলো হচ্ছে উত্তরা ক্লাব, আর্মি অফিসার্স মেস, চট্টগ্রাম ক্লাব, বিএএফ শাহিন কলেজ এবং গুলশান ক্লাবে। আট দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে গুলশান ক্লাবে। ট্রফি ছাড়াও এই টুর্নামেন্টের বিজয়ীদের দেয়া হবে এক লাখ ২০ হাজার টাকার প্রাইজমানি। টুর্নামেন্টে পুরুষ ও নারী উম্মুক্ত, উন্মুক্ত সদস্য, অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা এবং অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুর্নামেন্ট

২ সেপ্টেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২১
১৮ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ