Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে ট্রলি চাপায় বিজিবি সদস্য নিহত

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৪:০৪ পিএম

ভোলার দৌলতখানে ইট বোঝাই ট্রলির চাপায় আবদুল খালেক (৬৫) নামে (অব:) এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টায় দৌলতখান নমুদ্দিন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মালের ছেলে ।

স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে নমুদ্দিন বাজারের দ্বীন ইসলাম স্টোরের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট ভাই আবদুল মালেকের সাথে কথা বলছিলেন। এ সময় ওই সড়কে একটি ট্রাক ও ইটবোঝাই ট্রলি মুখোমুখি হলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবদুল খালেক ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাক ও ঘাতক ট্রলিটিকে দুই ড্রাইভারসহ আটক করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ট্রলি ও উভয় চালককে থানা হেফাজতে নিয়ে আসে।

দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, পুলিশ ঘাতক ট্রাক ও ট্রলি দুটি জব্দ ও চালকদেরকে আটক করেছে। মামলা রুজু সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ