Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়ঙ্কর বার্সাকেই পেল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ফেব্রæয়ারিতে পিএসজি, মার্চে বার্সেলোনা- চ্যাম্পিয়ন্স লিগে এই হলো রিয়াল মাদ্রিদের দুই প্রতিপক্ষ। ভ্রুকুটির আগে পুরোটা তো পড়ুন! ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ড্রয়ে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি। ১৫ ফেব্রæয়ারি এ ম্যাচের প্রথম লেগ। ওদিকে নিয়নে গতকাল হয়ে গেল মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। সেখানে শেষ চারে ওঠার লড়াইয়ে এ দুই চিরপ্রতিদ্ব›দ্বী মুখোমুখি হবে। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ডি স্টেফানো স্টেডিয়ামে প্রথম লেগে রিয়ালের মেয়েদের বার্সার মুখোমুখি হওয়ার সম্ভাব্য তারিখ ২২-২৩ মার্চ। ৩০-৩১ মার্চ বার্সার মাঠে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালে বাকি তিন লাইনআপ- লিওঁ বনাম জুভেন্টাস। ফরাসি ক্লাবটি ইউরোপের অভিজাত এ টুর্নামেন্টে সাতবারের চ্যাম্পিয়ন। আর্সেনালের প্রতিপক্ষ জার্মান ক্লাব উল্ফসবুর্গ। সর্বশেষ সংস্করণের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পিএসজি ও বায়ার্ন মিউনিখ এবার শেষ আটে একে অপরের মুখোমুখি হবে। সেমিফাইনালের ড্র-ও হয়েছে এদিনই। রিয়াল-বার্সার মধ্যে বিজয়ী দল সেমিফাইনালে আর্সেনাল-উল্ফসবুর্গে মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে। জুভেন্টাস-লিওঁ ম্যাচে বিজয়ী দল অপর সেমিফাইনালে বায়ার্ন-পিএসজির ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে। সেমিফাইনাল প্রথম লেগের সম্ভাব্য তারিখ ২৩-২৪ এপ্রিল। ফিরতি লেগ ৩০ এপ্রিল ও ১ মে। গত সংস্করণের ফাইনালে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন বার্সার মেয়েরা। সে ম্যাচে গোল করার পাশাপাশি দারুণ খেলেন এবার মেয়েদের ব্যালন ডি’অর জেতা অ্যালেক্সিয়া পুতেল্লাস।
গ্রæপ পর্বে ৬ ম্যাচের সবগুলো জেতা বার্সা ২৪ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল। ওদিকে রিয়াল নিজেদের গ্রæপে পিএসজির পর রানার্সআপ হয়ে পরের ধাপে উত্তীর্ণ হয়। এ মৌসুমে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষেও বার্সার মেয়েরা। গত শনিবার রায়ো ভায়োকানোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলে কাতালান ক্লাবটি। লাগল মাত্র ২০ ম্যাচ! সবগুলো ম্যাচই জয়ের পথে বার্সার মেয়েরা হজম করেছেন মাত্র ৫ গোল। এর মধ্যে লিগে ১৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার পথে বার্সার মেয়েরা ৭৯ গোল করেছেন। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রিয়ালের মেয়েরা টেবিলের নয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ