বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারি/২২ অনুষ্ঠিত হবে। ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে নৌকার একক প্রার্থী বিজয়ী হলেন।
উপজেলা নির্বাচন কার্যালয় গত সোমবার প্রতীক বরাদ্দের দিন ১২ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন,বারবাড়িয়া ইউনিয়নে মো. আবুল কাশেম ,সালটিয়া ইউনিয়নে মো. নাজমুল হক ঢালী, চরআলগী ইউনিয়নে মো. মাছুদুজ্জামান,যশরা ইউনিয়নে মো. তারিকুল ইসলাম রিয়েল,রাওনা ইউনিয়নে শাহাবুল আলম,গফরগাঁও ইউনিয়নে মো. শামসুল আলম,পাঁচবাগ ইউনিয়নে মো. মাহবুবুল আলম,লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউনিয়নে মো. নজরুল ইসলাম ওরফে তোতা , দত্তেরবাজার ইউনিয়নে রোকসানা বেগম ,নিগুয়ারীতে মো. তাজুল ইসলাম মৃধা ও পাইথল ইউনিয়নে মো. আখতারুজ্জামান ঢালী।
অপর ৩ ইউপিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সাথে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। ইউনিয়নগুলো হচ্ছে,রসুলপুর দলীয় প্রার্থীসহ ৫জন,মশাখালীতে ২ জন ও টাংগাব ইউনিয়নে ৩জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার ভুইয়া বলেন, রসুলপুর,মশাখালী ও টাংগাব ও এই ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত পদে নির্বাচন হবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।