মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানে আবারো রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রবিবার রাজধানী খার্তুমজুড়ে এ বিক্ষোভে সারা দেশ থেকে নাগরিকরা অংশ নেন।
এ ছাড়া দেশটিতে দীর্ঘদিনের একনায়কতন্ত্রের অবসানের তিনবছর পূর্তি হওয়ায় বিক্ষোভে সারা দেশ থেকে মানুষ অংশ নেন। ২০১৯ সালে দীর্ঘদিনের শাসক ওমর আল বাসিরকে ক্ষমতাচ্যুত করার পর মিলিতভাবে ক্ষমতা ভাগাভাগি করে নেয় জনগণের নির্বাচিত সরকার ও সেনাবাহিনী।
গত মাসে গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে বন্দি করে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। পরে সেনা কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফিরলেও সম্পূর্ণ গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির জনগণ। তবে রবিবারের শান্তিপূর্ণ বিক্ষোভে সেনা সদস্যরা টিয়ার গ্যাস ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।