Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে জরুরি ওষুধ-খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১১:১০ এএম

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আফগান ইস্যূতে পাকিস্তানে অনিষ্ঠত বৈঠকে যোগ দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠানোর কথা দিয়েছে।

গতকাল রোববার (১৯ ডিসেম্বর) ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।
আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।
বৈঠকে সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশীদার হতে চায়।
পররাষ্ট্র সচিব ওআইসি নেতৃবৃন্দকে এ দুঃসময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে পররাষ্ট্র সচিব ইসলামাবাদে বাংলাদেশ কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।



 

Show all comments
  • ইবনু আব্দিল মান্নান ২০ ডিসেম্বর, ২০২১, ৬:২৭ পিএম says : 0
    একটি অ্যাকাউন্ট নাম্বার পাবলিসিটি করুন যাতে করে মুসলিম ভাইদের পাশে আমাদের মত গরিব রাও দাঁড়াতে পারে।
    Total Reply(0) Reply
  • Mohammad Ali ২০ ডিসেম্বর, ২০২১, ৬:২৭ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ ভালো কাজ নিশ্চয়ই।
    Total Reply(0) Reply
  • Monnes Shahidar ২০ ডিসেম্বর, ২০২১, ৬:৫৫ পিএম says : 0
    আফগানিস্তানের সাহায্যে যদি জনগণের কাছে সরকার সাহায্য চাই আশা করি জনগণ অবশ্যই দিবে
    Total Reply(0) Reply
  • মোঃ মোতাহার হোসেন ২০ ডিসেম্বর, ২০২১, ৬:৫৫ পিএম says : 0
    ইসলামী ইমারাতের স্বীকৃতি চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ