Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় এসআই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের গৃহবধূর যৌতুক নিরোধ আইনের মামলার আসামি সাব ইন্সপেক্টর উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত ১৩ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি উজ্জ্বলকে আটকের নির্দেশ প্রদান করেছে আদালত।

অভিযুক্ত সাব ইন্সপেক্টর ঝিনাইদহের শৈলকূপা থানার কৃত্তিনগর গ্রামের মৃত আব্দুর শুকুরের ছেলে মো. উজ্জ্বল হোসেন। তিনি বর্তমানে যশোর অভয়নগর থানায় কর্মরত রয়েছেন।
জানা যায়, গৃহবধূ সাবরিনা কবির সেতুর সাথে ২০১৭ সালে উজ্জ্বলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে উজ্জ্বল বিভিন্ন অজুহাতে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বললে কয়েকবারে তাকে ১২ লাখ টাকা দেয়া হয়। তারপরও ছোটখাটো বিষয় নিয়ে সে তার স্ত্রীকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতে থাকে এবং দৌলতপুর থানায় কর্মরত থাকাকালীন উজ্জ্বল রাতে ডিউটির অজুহাত দেখিয়ে বাইরে অবস্থানের সময় কয়েকবার বাসায় লোক পাঠিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে। যেকারণে তার স্ত্রী জীবনের নিরাপত্তা ও তার কন্যা শিশুকে রক্ষার জন্য কুমারখালী বাবার বাড়িতে চলে আসেন। বাবার বাড়িতে আসার কিছুদিন পর উজ্জ্বল এসে তার স্ত্রী ও শশুড়ের কাছে ভুল স্বীকার করে পুনরায় সংসার করার কথা বলে বিভিন্ন অজুহাতে আরো ৫ লাখ টাকা দাবি করে। এসময় তার স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শশুড় বাড়িতেই উজ্জ্বল তার স্ত্রীকে মারপিটের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় উজ্জ্বলকে তার স্ত্রীর পরিবারের লোকজন বাড়ি থেকে বের করে দেয়। আর উপায়ন্তর না পেয়ে উজ্জলের স্ত্রী সাবরিনা কবির সেতু তার স্বামীর বিরুদ্ধে ২০২০ সালের শেষের দিকে কুষ্টিয়া কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন, যৌতুক নিরোধ ও খোরপোষের মামলা করেন গত ১৩ ডিসেম্বর যৌতুক নিরোধ আইনে সাব ইন্সপেক্টর উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, থানায় নতুন যোগদানের কারণে এখনো আদেশনামা দেখা হয়নি। তবে দ্রুতই ঝিনাইদহের পুলিশ সুপারের মাধ্যমে যশোর পুলিশ সুপারকে অবহিত করে তাকে গ্রেফতার করা হবে। যদি এর মধ্যে উজ্জ্বল আদালতে হাজির হয়ে জামিন পেয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসআই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ