Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টিকটকের ‘চ্যালেঞ্জে’র ধাক্কায় যুক্তরাষ্ট্রে বহু স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৮:৪৭ পিএম

ফের বন্দুকবাজ আতঙ্ক আমেরিকায়। তবে এবার সৌজন্যে টিকটক। একটি ভিডিও ভাইরাল হয়ে যেতেই ছড়িয়ে পড়ে ত্রাস। সেই ভিডিওতে হুঁশিয়ারি দেয়া হয়েছিল, স্কুলে স্কুলে গুলি ও বোমাবাজি চলবে। আর তারপরই স্কুলে স্কুলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সতর্কতা অবলম্বন করতে দেখা যায়।

ওই হুঁশিয়ারিকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে জানানো হয়েছিল টিকটকের ভিডিওটিতে। শেষ পর্যন্ত অবশ্য আশঙ্কা অমূলক বলেই জানা যায়। তবে আমেরিকার উটা প্রদেশের সল্ট লেক সিটিতে এক শিক্ষার্থীর ব্যাগে বন্দুক পাওয়া গিয়েছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আর কোথাও কোনও বন্দুকবাজের দেখা মেলেনি।

কিন্তু ওই ভিডিও আতঙ্কে শুক্রবার গোটা দিনটাই সন্ত্রস্ত ছিল নিউ ইয়র্ক, মন্টানা, ইলিনয়েস, কানেক্টিকাট, অ্যারিজোনা, পেনসিলভ্যানিয়ার মতো প্রদেশগুলিতে স্কুল চত্বরে পুলিশ প্রহরা ছিল। বিপদ এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করতে বন্ধ করে দেওয়া হয় বহু স্কুল।

কিন্তু আতঙ্কের উৎস টিকটক ভিডিওটি কার বানানো? এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, অ্যারিজোনায় বানানো হয়েছিল ওই ভিডিওটি। কিন্তু কে বা কারা এর পিছনে রয়েছে তা এখনও জানা যায়নি। বাল্টিমোর কাউন্টি পাবলিক স্কুলের টুইটার হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত যা তদন্ত করেছে, তা থেকে এটা নিশ্চিত অ্যারিজোনাতেই ভিডিওটি তোলা হয়েছে। এদিকে ইতিমধ্যেই টিকটক জানিয়েছে, তারা সবরকম সাহায্য করতে প্রস্তুত। অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টিকে তারা দেখছে।

আমেরিকার স্কুলে গুলি চালানোর ঘটনা নতুন নয়। একেবারে সম্প্রতি একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। গত ৩০ নভেম্বর এক ১৫ বছরের কিশোর অক্সফোর্ড হাইস্কুলের ভিতরে গুলি চালায়। মারা যায় ৪ জন। আহত হয় ৭ জন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে টিকটকের ভিডিও ঘিরে তৈরি হল আতঙ্কের আবহ। সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমেরিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ