মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। শনিবার করাচির শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।
করাচির পুলিশ কর্মকর্তা জাফর আলী শাহ জানান, একটি ব্যাংকের পাশে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ব্যাংক ভবন ও পাশের একটি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচের ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
করাচি পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, একটি বোম ডিসপোজাল স্কোয়াডকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। এই স্কোয়াড প্রতিবেদন দিলেই বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা যাবে। সূত্র : ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।