Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিলিতে গ্যাস বিস্ফোরণ : ৭ জনের লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

সিসিলির রাভানুসা শহরে গত শনিবার এক বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়িগুলো থেকে সোমবার উদ্ধারকারীরা মৃতদেহগুলো বের করেছেন। সন্দেহ করা হচ্ছে সেখানে গ্যাস বিস্ফোরণ ঘটে। দেশটির জাতীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ঐ দুর্ঘটনায় অন্ততঃ সাতজন নিহত হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, সকালের দিকে প্রশিক্ষিত কুকুরগুলো চারজনের মৃতদেহ খুঁজে পায়। যার মধ্যে নয় মাসের গর্ভবতী একজন নার্স ছিলেন। দমকলকর্মী এবং জননিরাপত্তা বিভাগের লোকেরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহগুলো বের করে আনেন। জাতীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র আরএআই নিউ টোয়েন্টি ফোর টেলিভিশনকে জানিয়েছেন, গত শনি থেকে রোববারে মধ্যে আরও তিনজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। সূত্র : ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস বিস্ফোরণ

২১ ফেব্রুয়ারি, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ