গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বংশালের কসাইটুলিতে গ্যাসলাইন বিস্ফোরণে মইনুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তার বাবা-মা ও বড় বোন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)।
বংশাল থানার এসআই মো. ইদ্রিস আলী জানান, সকালে কসাইটুলিতে সড়কের পাশের গ্যাসলাইন বিস্ফোরণ হয়।
এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মইনুল।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে বুধবার (২২ জুলাই) সড়কে গ্যাসলাইন মেরামত করা হয়। সেখানে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এ কারণে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ইদ্রিস আলী জানান, জাবেদের শরীরের ৩৭ শতাংশ, শিউলির ১৭ শতাংশ ও জান্নাতের ৬০ শতাংশ পুড়ে গেছে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।