Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বিএনপির সমাবেশ: দু’পক্ষের হাতাহাতি, সংঘর্ষ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৩:৪১ পিএম

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে সিলেটে। স্থানীয় নেতাদের নাম ধরে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় সমাবেশস্থলে এক পক্ষ চেয়ার ছুঁড়ে মারে অন্যপক্ষকে। সংঘর্ষ থামাতে বিএনপির শীর্ষ নেতারা এগিয়ে আসলেও কোন কাজ হয়নি। বরং সমাবেশস্থল থেকে সড়কে চলে যায় সংঘর্ষ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশকিছু চেয়ার ভাংচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা। তবে, এই সংঘাতময় পরিস্থিতির জন্য সরকারী দলের অনুপ্রবেশকারীদের দায়ী করেন বিএনপি নেতারা। আজ শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে পূর্বনির্ধারিত সমাবেশস্থল রেজিস্ট্রারী মাঠে ঘটে এ ঘটনাটি। পরে, তিনটার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে এলে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ