Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘাতে ক্ষতবিক্ষত ইথিওপিয়ার আমহারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১:৫৯ পিএম

আমহারার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং দুর্ভোগ নিয়ে এসেছে৷ টিগ্রের বিদ্রোহী যোদ্ধা, ইথিওপিয়ান সরকারি বাহিনী এবং স্থানীয় আমহারা বাহিনী এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে।

ডিসেম্বরের শুরুতে আমহারা অঞ্চলের মেজেজোর আশেপাশের পাহাড়ের যুদ্ধে টিগ্রেয়ান যোদ্ধারা পরাজিত হয়েছে বলে মনে করা হয়। তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হচ্ছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচ দিন ধরে লড়াই চলে। ব্যাপক যুদ্ধের মধ্যে মানুষজন গোলার শব্দে আতঙ্কিত হয়ে ঘরের ভিতরেই অবস্থান করছিলেন। এলাকাটিতে রাস্তার পাশে, মাঠে-ঘাটে পচনধরা লাশ পড়ে রয়েছে৷

নভেম্বরের শেষে আদ্দিস আবাবার উত্তর-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে আয়ু বেরহানের গ্রাম মেজেজো দখল করে টিগ্রেয়ান যোদ্ধারা৷ তখন নয় দিনের জন্য একটি জঙ্গলে লুকিয়ে ছিলেন এক নারী। ফিরে আসার পর ৫৫ বছর বয়সি ওই নারী দেখেন তার বাড়িটি গোলায় পুরো ধ্বংস হয়েছে। তিনি বলেন, “(বনে) আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলাম। সেখানে শিশুও ছিল। আমরা সবকিছু হারিয়েছি৷ যখন আমরা ফিরে আসি, তখন আমাদের থাকার জায়গাও ছিল না৷।”

টিগ্রেয়ান যোদ্ধাদের সংগঠন টিপিএলএফ পিছু হঠার আগে কয়েক সপ্তাহ ধরে কম্বোলচা এবং ডেসির কৌশলগতভাবে এগিয়ে থাকা শহরগুলো নিয়ন্ত্রণ করছিল। সেই শহরগুলোতে জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করেছে৷ তবে খাদ্য সামগ্রী, জ্বালানী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ এখনো শুরু হয়নি।

হাসপাতালটিতে প্রায় চল্লিশ লাখ মানুষের চিকিৎসার ব্যবস্থা হতো। ভিন্ন ভিন্ন সময়ে ইথিওপিয়ান সেনাবাহিনী এবং টিগ্রেয়ান যোদ্ধারা এটিকে সামরিক হাসপাতাল হিসাবে ব্যবহার করে। স্থানীয়রা জানিয়েছেন, টিগ্রেয়ানরা যাওয়ার আগে লুটপাট চালায়৷ মেলাকু সেটে বলেন, “ওরা যে ওষুধ নেয়নি, সেগুলোকে ব্যবহারের অনুপযোগী করে গেছে৷” তিনি এখন ডেসি হাসপাতালে ধ্বংসপ্রাপ্ত অক্সিজেন কেন্দ্র চালান৷ অঞ্চলটিতে অক্সিজেনের ঘাটতি রয়েছে।

ডেসিতে অবস্থিত প্রতিষ্ঠানটি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাট চালানো হয়েছে৷ ক্যাম্পাসটির পরিচালক মেনাগেশা আয়েলে বলেন, ‘এটা খুবই দুঃখজনক৷’ এই ক্ষয়ক্ষতির জন্য তিনি টিগ্রেয়ান বাহিনীকে দায়ী করেছেন। ‘আমি এটা আশা করিনি। এই বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা তাদের স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য অধ্যয়ন করতো।’ প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের সৈন্যরাই বিভিন্ন সময় ক্যাম্পাসটিকে ব্যবহার করেছে।

কম্বোলচায় আন্তর্জাতিক এবং স্থানীয় ত্রাণ সহায়তা সংরক্ষণের জন্য ব্যবহৃত বেশকিছু গুদামেও ব্যাপক লুটপাট চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এর পেছনে টিগ্রেয়ান যোদ্ধাদের দায়ী করেছেন৷ তবে ত্রাণ কাজে জড়িত সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় জনগোষ্ঠীই খাদ্য এবং অন্যান্য জিনিসপত্র লুটে বড় ভূমিকা পালন করেছে। পরে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও এই লুটপাটে অংশ নেয়৷

টেরাফ গ্রামে এক গণকবরে ২১ জন নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং চার জন যোদ্ধাকে কবর দেয়া হয়েছে। টেরাফ আমহারা এলাকার বিশেষ অঞ্চল ওরোমোতে অবস্থিত। বাসিন্দারা জানিয়েছেন, ওরোমো এবং টিগ্রেয়ান বিদ্রোহীরা এলাকাটির সংখ্যালঘু আমহারিক-ভাষী জনগণকে লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের মধ্যে আট ও ১২ বছর বয়সী শিশুও রয়েছে বলে জানা গেছে।

১৭ বছর বয়সী আরাবি জানান, এক যোদ্ধা যখন তাদের বাড়িতে ঢুকে তাকে গুলি করে তখন তিনি তার মা এবং ভাইবোনদের সাথে ছিলেন৷ ডয়চে ভেলেকে আরাবি বলেন, "এই ক্ষত নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো৷ এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে৷ সেদিনই পাশের বাড়িতে তার চাচাতো ভাইকে খুন করা হয়। আরবির মা ফাতিমা বলেন, তার সন্তানরা এখনো রাতে দুঃস্বপ্ন দেখে।

আদ্দিস আবাবা থেকে সড়কপথে তিন ঘণ্টার পথ ডেব্রে বেরহান৷ সেখানকার স্কুলগুলো এখন যুদ্ধ থেকে পালিয়ে আসা কয়েক লাখ মানুষের আশ্রয়স্থল। আতায়ে থেকে আসা মামিতো বেলাচেউ বলেন, "সেখানে খাবার কিছু নেই। এখানে শিশুরাও আছে... মানুষ সহায়সম্বলহীন হয়ে বাড়ি ছেড়ে এসেছে।" তিনি বলেন, "আমাদেরকে বলা হয়েছে এখন সেখানে পরিস্থিতি শান্তিপূর্ণ৷ কিন্তু আমরা ফেরত গেলে কিছুই পাবো না। বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে।"

স্থানীয় স্বেচ্ছাসেবক মিলিশিয়ারা এখনও টিগ্রেয়ান যোদ্ধাদের সন্ধানে করছে। এই মিলিশিয়াদের প্রায় সকলেই স্বল্প সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক বা বেসামরিক কর্মচারী। শেওয়া রবিটের একটি মিলিশিয়া গোষ্ঠীতে যোগ দেয়া বাহেরে কেফেলে বলেন, "আমরা পাহাড়টিকে টিপিএলএফ মিলিশিয়াদের খুঁজে বেরাতে ব্যবহার করি৷ তাদের খুঁজে পেলে আমরা গ্রেপ্তার করব।"

ডেসি থেকে আদ্দিস আবাবার মধ্যবর্তী মহাসড়কের পাশে অবস্থিত শেওয়া রবিট৷ প্রায় ৫০ হাজার বাসিন্দার শহরটি বেশ কয়েক দিন ধরে টিগ্রেয়ান যোদ্ধাদের দখলে ছিল। তারা বেশ কয়েকটি ব্যাংক এবং হোটেল ধ্বংস করে, অর্থনীতিকে খোঁড়া করে দিয়েছে৷ স্থানীয় কর্মকর্তারা বলছেন এই শহর ও অঞ্চলটির ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগতে পারে। সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ