Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রেড অ্যাস্টেয়ার বায়োপিকে টম হল্যান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

হলিউডের স্বর্ণ যুগের নাচের কিংবদন্তী ফ্রেড অ্যাস্টেয়ারের ভূমিকায় অভিনয়ের জন্য টম হল্যান্ড আরেকবার নাচের স্টুডিওতে ফিরবেন। ‘আমি আমার পুরনো ট্যাপ নাচের জুতো পরিষ্কার করে লন্ডনের পাইনঅ্যাপল ডান্স স্টুডিওতে নাচের প্রশিক্ষণ নেব,’ হল্যন্ড বলেন। এমি প্যাস্কেলের প্রযোজনায় হল্যান্ড অ্যাস্টেয়ারের ভূমিকায় অভিনয় করবেন। ‘আমি বেশ ভাল ট্যাপ ডান্সার,’ স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম ফিল্মের তারকা বলেন, আমি দীর্ঘ দিন ধরেই এই নাচ নাচছি, সুতরাং আমি এই ভূমিকা ভালভাবে করতে পারব নিশ্চিত। ওয়েস্ট এন্ডের মঞ্চে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ‘বিলি এলিয়ট দ্য মিউজিকাল’-এ নাম ভূমিকায় অভিনয়ের সময় তাকে ট্যাপ নাচ নাচতে হয়েছিল। ‘ফ্রেড অ্যাস্টেয়ারের স্বকীয় এক স্টাইল ছিল,’ হল্যান্ড বলেন। আমার মতে, ‘বিলি এলিয়ট’ এক ধরণের খসড়া ট্যাপ ডান্সার আর তিনি (অ্যাস্টেয়ার) ছিলেন মার্জিত আর অভিজাত। তাই আমাকে এই স্টাইলটি শিখতে হবে। আমি এই ধারাটি অনুশীলন করব, আমি রোমাঞ্চিত এবং আশা করি এটি দারুণ ফিল্ম হবে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে জিঞ্জার রজার্স ছিলেন অ্যাস্টেয়ারের যোগ্য নাচের জুটি। এমি প্যাস্কাল হবেন বায়োপিকটিতে জিঞ্জার রজার্স। লন্ডনে ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’-এর একটি অনুষ্ঠানে ৫ ডিসেম্বর হল্যান্ড বলেন, ‘এক সপ্তাহ আগে মাত্র চিত্রনাট্য তৈরি হয়েছে। আমি এখনও পড়িনি। আমার হাতে আসেনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ