Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেন্ডায়ার সঙ্গে রোমান্স নিশ্চিত করলেন টম হল্যান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

অভিনেত্রী জেন্ডায়ার ২৫তম জন্মদিনে মিষ্টি একটি ইনস্টাগ্রাম বার্তার মাধ্যমে অভিনেতা টম হল্যান্ড দেখালেন তিনি এক সত্যিকারের প্রেমিক। ‘স্পাইডার-ম্যান’ ফিল্মের সেট থেকে জুটির তোলা একটি অপ্রকাশিত ছবির সঙ্গে হল্যান্ড ইনস্টাগ্রামে লিখেছেন ‘মাই এমজে’; এমজে স্পাইডার-ম্যান/পিটার পার্কারের প্রেমিকা মেরি জেইনের নামের সংক্ষিপ্ত রূপ। সামাজিক মাধ্যমে তাদের ফলোয়ারদের সবাই এই পোস্টকে পছন্দ করে মত দিয়েছে। গত জুলাইতে একটি গাড়িতে জেন্ডায়া আর হল্যান্ডকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাবার পর তাদের প্রেমে পড়ার কথা জানা যায়। তারা স্পটলাইট থেকে দূরে থাকলেও জানান একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। এক সূত্র বলেছে : “সেট থেকেই তাদের পরিচয় ও অন্তরঙ্গতা। তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায় কয়েক মাস আগে।” ‘স্পাইডার-ম্যান’ ফিল্মের সহশিল্পীদের মধ্যে প্রেম এই প্রথম নয়। কার্স্টেন ডান্সট আর টোবি ম্যাগুইয়ারও অফস্ক্রিন রোমান্সে জড়ান। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত তাদের প্রেম বজায় থাকে। ‘এমেজিং স্পাইডার-ম্যান’ তারকা অ্যানড্রু গারফিল্ড ২০১৫ পর্যন্ত এমা স্টোনের সঙ্গে তিন বছর প্রেম করেন। জেন্ডায়া-হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম’এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ