Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরেকটি ‘স্পাইডার-ম্যান’ ট্রিলজিতে টম হল্যান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ মুক্তি পেতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যে প্রযোজক এমি প্যাস্কাল জানিয়েছেন টম হল্যান্ডের স্পাইডি পোশাক পরার দিন ফুরিয়ে যায়নি। ২৫ বছর বয়সী অভিনেতা সোনি পিকচার্স আর মারভেলের যৌথ প্রযোজনায় আরও তিনটি ‘স্পাইডার-ম্যান’ ফিল্মে অভিনয় করবেন। ফ্যানড্যাঙ্গোকে প্যাস্কাল বলেছেন, মারভেলের সঙ্গে এটিই আমাদের শেষ ফিল্ম নয়- এটি শেষ ‘স্পাইডার-ম্যান’ ফিল্মও নয়। আমরা টম হল্যান্ড আর মারভেলকে নিয়ে আরও ‘স্পাইডার-ম্যান’ ফিল্ম নির্মাণ করব। আমরা আসলে তিনটি ফিল্মের কথা ভাবছি। এখন আমরা আরও তিনটি ফিল্মের কথা বিবেচনা করছি। এটি আমাদের শেষ এমসিইউ (মারভেল সিনেমাটিক ইউনিভার্স) ফিল্ম। তিনি বলেন, সোনি আর মারভেল পার্টনার হয়ে কাজ করে যাবে। হল্যান্ড ২০১৬ সালে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ ফিল্ম দিয়ে তার স্পাইডার-ম্যান যাত্রা শুরু করেন। তারপর তিনি দুটি পৃথক ‘স্পাইডার-ম্যান’ ফিল্মে অভিনয় করেন (‘হোমকামিং’ এবং ফার ফ্রম হোম’)। ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ এই মাসেই মুক্তি পাবে। এর আগে টোবি ম্যাগুইয়ার এবং অ্যানড্রু গারফিল্ড স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন। জন ওয়াটস পরিচালিত ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’তে আরও অভিনয় করেছেন জেন্ডায়া, জেকব ব্যাটালন, উইলেম ডেফো এবং আলফ্রেড মোলিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ