Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেম করছেন জেন্ডায়া-টম হল্যান্ড!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ফিল্মের দুই শিল্পী জেন্ডায়া এবং টম হল্যান্ডের একটি চুম্বনের ছবি প্রকাশিত হবার পর গুঞ্জন শুরু হয়েছে তারা দুজন প্রেম করছেন। পেইজ সিক্সে এই অন্তরঙ্গ ছবিটি প্রকাশিত হয়েছে। জেন্ডায়ার বাড়ির বাইরে আরেকটি ছবিতে অভিনেত্রীর মায়ের সঙ্গে দুই শিল্পীকে দেখা গেছে। দুই তারকার মুখপাত্রই এই প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে পিপল সাময়িকীতে জেন্ডায়া আর টমের অন্তরঙ্গতার খবর বেরিয়েছিল জুলাই ২০১৭তে। সেই সময় এক সূত্র বলেছিল, ‘স্পাইডার-ম্যান’-এর শুটিংয়ের সময়ই তারা মেলামেশা শুরু করেন, বিষয়টি গোপন রেখে আসছিলেন তারা, সেই সময় তারা অনেকের অজান্তে অবকাশও কাটিয়েছিলেন একসঙ্গে।’ তাদের রসবোধ একরকম বলে জানায় এই সূত্র। তারা সম্পর্ক গোপন রাখায় সচেষ্ট ছিল, তবে যতটা সম্ভব একসঙ্গে সময়ই কাটাচ্ছিল। তারা দুজনই উচ্চাকাক্সক্ষী, সবচেয়ে বড় কথা তারা একে অন্যের মুখে হাসি ফোটাতে পারেন। জেন্ডায়া অবশ্য এসব গুজব উড়িয়ে দিয়েছেন, তিনি টুইট করেন, ‘আমার সবচেয়ে মজা লেগেছে অবকাশ যাপনের বিষয়টা। হাহ্ অনেক বছর আমি ছুটি কাটাইনি। তুমি কী বল টম হল্যান্ড?’ জেন্ডায়া আর টম হল্যান্ডকে আগামীতে জন ওয়াটের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ফিল্মে দেখা যাবে। তারা দুজন এর আগে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ (২০১৭) এবং ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) ফিল্মে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেন্ডায়া-টম হল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ