বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক দুর্ঘটনায় আল আমিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরীর নুরনগর পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আজ সকাল সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই শাহাবুদ্দিন জানান, আল আমিন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েট। বুধবার রাতে এক বন্ধুর সাথে ঘুরতে বের হন তিনি। মোটরসাইকেল যোগে খুলনা থেকে বৈকালী যাচ্ছিলেন তারা। রাত সাড়ে আটটার দিকে নুরনগর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে বহনকারী বাইক কে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহষ্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনাডাঙ্গা থানার এসআই আল আমিন জানান, দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।