Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বেপরোয়া বাস উল্টে নিহত ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১:২৪ পিএম

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকায় বেপরোয়া একটি বাস উল্টে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা বাসটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে বুধবার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৫)। তিনি মীরসরাই জোরারগঞ্জ থানার বড় দারোগাহাট এলাকার উত্তর দূর্গাপূরের জামাল উদ্দিনের ছেলে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যাওয়া আরেক ব্যক্তির নাম শান্তু বড়ুয়া (২২)। তার বাড়ি ডবলমুরিং এলাকার মনসুরাবাদে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী। আকবরশাহ থানার ডিউটি অফিসার হামিদুল ইসলাম জানান, উত্তরা মিনিবাস চট্টগ্রাম শহর থেকে সীতাকুন্ডে যাচ্ছিল। গাড়িচালকের বেপরোয়া গতির কারণে পাক্কা রাস্তার মাথা এলাকায় বাসটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে আরেকজন মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ