Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখ টাকা কেজি, নিলামে রেকর্ড আসামের চায়ের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:৪৪ পিএম

শখ করে চা অনেকেই কিনে থাকেন। তার জন্য বেশি দামও দেন। তা বলে এক কেজি চায়ের দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি! বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা। নিলামে এই দামেই বিক্রি হয়েছে আসামের মনোহারি গোল্ড টি।

আসামের ডিব্রুগড়ে রয়েছে মনোহারি টি এস্টেট। সেখানেই তৈরি হয় এই হ্যান্ডমেড টি। উৎকৃষ্ট মানের এই চা নাকি পাতা থেকে তৈরি হয় না। চায়ের কুঁড়ি থেকে তৈরি করা হয়। স্বাদে উত্তম এবং স্বাস্থ্যকরও বটে। স্বাস্থ্য সচেতন মানুষজনই মনোহারি গোল্ড টি কিনে থাকেন। ৯৯, ৯৯৯ রুপিতে এই বিশেষ চা কিনেছে গুয়াহাটির চায়ের পাইকারি ব্যবসার নামকরা সংস্থা সৌরভ টি ট্রেডার্স। নিলামে তাদের পক্ষ থেকেই সবেচেয়ে বেশি মূল্য অফার করা হয়।

গুয়াহাটি টি অকশন বায়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দীনেশ বিহানির দাবি, ভারতীয় চা বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে মনোহারি গোল্ড টি। ভবিষ্যতে আসামে আরও এই ধরনের বিশেষ চা উৎপন্ন হোক। পাশাপাশি সাদা চা, ওলং টি, গ্রিন টি, হলুদ চায়ের মতো প্রোডাক্টও তৈরি হোক। যাতে আসামের চায়ের ব্যবসা আরও উন্নত হয়। সে রাজ্যের চায়ের গুণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এই প্রথম নয়, এর আগেও অনেক দামে আসামের বিশেষ চা বিক্রি হয়েছে। শোনা যায়, ডিকম টি এস্টেটের গোল্ডেন বাটার ফ্লাই চা প্রতি কেজি ৭৫ হাজার রুপিতে বিক্রি হয়েছিল নিলামে। এমন বিশেষ চায়ের চাহিদা প্রচুর রয়েছে। তবে উৎপাদন বেশ অল্প হয়। তবে প্রতি বছরই বিরল চায়ের উৎপাদন বাড়ানো চেষ্টা করা হয়। সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ