Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-কনে পক্ষকে অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৩৭ পিএম

কোম্পানীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতা ও বরপক্ষকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাল্যবিয়ে সংঘটিত হচ্ছে জেনে উপজেলা নির্বাহী হাকীম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কনের জন্মসনদ অনুযায়ী কনের বয়স ১৬ বছর ৯ মাস ৬ দিন। বর ও বরপক্ষকে জিজ্ঞাসাবাদে তারাও মেয়ের বয়স ১৮ বছর হয়নি মর্মে অবগত আছেন বলে স্বীকার করেন। অপরাধ স্বীকার করায় পরে কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক ১০ হাজার টাকা এবং বর পক্ষকেও একই আইনে ১০হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী হাকীম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ছামিউল ইসলাম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ