Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবু তাহের সভাপতি মনোয়ার সাধারণ সম্পাদক

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের (২০২২-২০২৩) জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের সভাপতি এবং সাপ্তাহিক আজকাল-এর বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সম্প্রতি দুপুরে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি পদে আবু তাহের ক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস সম্পাদক ডা. সারোয়ারুল হাসান চৌধুরীকে পরাজিত করেন। ক্লাবের সহ সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমিন মজুমদার (সাপ্তাহিক বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক পদে এসএম সোলায়মান (ইন্ডিপেন্ডেন্ট টিভি) এবং দফতর সম্পাদক পদে মহাথির খান ফারুকী (একুশে টিভি/ফ্রিল্যান্স) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।

অপরদিকে ক্লাবের কার্যকরী পরিষদের ৪টি পদে ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করায় উপস্থিত সদস্যদের গোপন ভোটে ফরিদ আলম (সাপ্তাহিক মুক্তচিন্তা), এবিএম সালাহউদ্দিন আহমেদ (দৈনিক ইনকিলাব), রওশন হক (প্রথম আলো, নিউইয়র্ক) এবং এস এম জাহিদুর রহমান (নিউজবিডিইউএস) নির্বাচিত হন। এই পদে পরাজিত হন এমদাদ চৌধুরী দিপু (বাংলা পত্রিকা)।

প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ-এর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন কমিশনের সদস্যদ্বয় হলেন আনোয়ার হুসেইন মঞ্জু (সাপ্তাহিক বাংলাদেশ) ও হাবিব রহমান (বাংলা পত্রিকা)। উল্লেখ্য, নির্বাচনে ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ