Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৮ এএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে প্রায় হাফডজন নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছে স্বাগতিক বাংলাদেশ। বলা যায় সাফের শুরুটা ভালো হয়নি মারিয়া মান্ডাদের। ফেভাারিট হিসেবে মাঠে নেমেও নিজেদের পরিচিত পরিবেশে শনিবার নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচ শেষে পয়েন্ট খোয়ানোয় আক্ষেপ করেছেন বাংলাদেশ দলের কোচ থেকে শুরু করে অধিনায়ক নিজেও। আজ স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচ। এ তাদের প্রতিপক্ষ ভুটান। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে বাংলাদেশ-ভুটান ম্যাচটি। এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটান ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে। সেই তুলনায় ম্যার ম্যারে শুরু স্বাগতিক দলের। তবে ভুটানের বিপক্ষে ভালো করে আগের ম্যাচের হতাশা কাটাতে চান বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন । গতকাল তিনি বলেন, ‘শিরোপার লড়াইয়ে থাকতে হলে ভুটানের বিপক্ষে আমাদের জিততেই হবে। চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচ থেকেই জয়ের ধারায় ফিরতে হবে।’ ছোটন যোগ করেন,‘ভাগ্য সহায় ছিল না বলে নেপাল ম্যাচে আমরা জিততে পারিনি। প্রায় ডজনখানেক গোলের সুযোগ পেয়েও মেয়েরা তা কাজে লাগাতে পারেনি। সুযোগগুলো কখনো বারে লেগে নষ্ট হয়েছে, কখনো গোলরক্ষক অঞ্জনা রানা মাগার ফিরিয়ে দিয়েছে। আমি জানি ভুটানের বিপক্ষেও আমার মেয়েরা গোলের চেষ্টাই করবে। যদি ভাগ্য সহায় হয়, তাহলে জেতা সম্ভব।’
ভুটানের বিপক্ষে ম্যাচে ফর্মেশনে কোন পরিবর্তন হবে না বলেই জানালেন ছোটন।

‘আমরা নেপালের বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে খেলেছি। ভুটানের বিপক্ষেও তাই হবে। আসলে যে ফর্মেশনেই খেলি না কেন, স্কোরারের অভাব নেই আমাদের। ভাগ্য সহায় হলে যে কোন পদ্ধতিতে খেললেই গোল বের করা যায়। আর দুর্ভাগ্য হলে গোল পাওয়া মুশকিল। আশাকরি ভুটানের বিপক্ষে ভাগ্য আমাদের সহায় হবে। ম্যাচ জিতে সবার মুখে হাসি ফোটাতে পারবে মেয়েরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ