Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার একমাত্র বাধা শেখ হাসিনা: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর একমাত্র বাধা শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আর আকুতি না করে সরকারকে ধাক্কা দিতে হবে। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে প্রলাপ-বিলাপ করে কোন লাভ নেই। গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা জন্য বিদেশে নেওয়ার দাবিতে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। খালেদা জিয়ার মুক্তির জন্য আকুতি না করে আমরা যদি সরকারকে ধাক্কা দিই, তখন হয়ত বেসামাল হয়ে বলতে পারে- না না না ভাই, মাফ করো, ছাইড়া দিলাম, ম্যাডাম যাক। আমার দৃষ্টিভঙ্গিতে আমার রাজনৈতিক অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে তাই।
তিনি বলেন, ১৯৬৯ সালে শেখ মুজিবের মুক্তির আগে আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে যখন একটা আন্দোলন চলছে ছাত্রদের, তখন আইয়ুবের মত লৌহমানব শেখ মুজিবের সাথে আলোচনার প্রস্তাব দিল। হয়ত আওয়ামী লীগের নেতারা প্যারোলে সেই আলোচনার প্রস্তাব মেনে নেওয়ার জন্য প্রস্তত ছিল। মাওলানা ভাসানী বললেন খামোশ- বন্দি মুজিবুর প্যারোলে সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারে না।
পরে আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মুক্তির কথা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, সেজন্য বলব, আন্দোলনের কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে- আমরা বলি। অর্থাৎ, দেশে আগুন জ্বলবে। তাহলে আপসহীন নেত্রীর আপসহীন কর্মীর পরিচয় আমাদেরকে দিতে হবে, আমাদের জয় করতে হবে, স্বৈরতন্ত্রকে পরাজিত করতে হবে। কারণ খালেদা জিয়া আপসহীন থেকে স্বৈরতন্ত্রকে পরাজিত করেছেন। একমাত্র বিএনপিরই দায়িত্ব স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনা।
এবারের ইউপি নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি হচ্ছে দাবি করে ভোট বর্জন করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, আপনারা অনেকে বলেছেন, ঝিনাইদহে একজন চেয়ারম্যান প্রার্থী তৃতীয় লিঙ্গের, আমরা যাকে হিজড়া বলি, তার কাছে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হয়েছে, তার কোনো জামানত ছিল না। দিস ইজ দি রিয়েল পিকচার অব দি কান্ট্রি।
সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের আহবায়ক শাহ নেসারুল হক আলোচনায় অংশ নেন।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ