Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর চাষাঢ়ায় ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম | আপডেট : ৪:৩১ পিএম, ১০ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ইট বোঝাই ট্রাক (কুমিল্লা-ট-৩৪২৫) এর চাপায় রিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় চাষাঢ়া ডাকবাংলার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আলতাফ (৪৫) ও ১৪ বছরের মেয়ে বেলী। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও মেয়ে রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ওই সময়ে ওই ইট বোঝাই ট্রাকটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু ঘটে। আহত হয় রিকশা চালক।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ