মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুক্ত গণমাধ্যমের প্রতি শত্রুতার সর্বশেষ নজির হিসেবে ব্রিটিশ সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের রিপোর্টার এবং টেলিভিশন প্রডিউসার আলী রেজভানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজনৈতিক বন্দীদের বিষয়ে ভুলতথ্য ছড়ানোর মিথ্যা অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বুধবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের অধিবেশন চলার সময় লেবার পার্টির এমপি ক্রিস ব্রায়ান্ট নিষিদ্ধ ইরানি নাগরিকদের নামের তালিকা পড়ে শোনান যার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র রিপোর্টার ও প্রোডিউসার আলী রেজভানির নাম রয়েছে।
ইরানের এই প্রতিশ্রুতিশীল সাংবাদিক রাজনৈতিক বন্দী, ভিন্নমতাবলম্বী ও পণবন্দীদের জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে তা প্রচার করে থাকেন বলে ব্রিটিশ সরকার অভিযোগ তুলেছে। এছাড়া, ইরানের এই সাংবাদিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করে থাকেন এবং বন্দী দ্বৈত নাগরিক ও বিদেশী নাগরিকদের ব্যাপারে মিথ্যা প্রচারণায় অংশ নিয়ে থাকেন।
রেজভানির বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আইআরিআইবি’র প্রধান পেইমান জেবেলি বলেন, এই রিপোর্টার প্রকৃতপক্ষে গনমাধ্যমের একজন সাহসী যোদ্ধা। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নেয়া পদক্ষেপ তাদের রাজনৈতিক নির্বুদ্ধিতার ইঙ্গিত বহন করে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।