বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেয়ে আবেদনের নিষ্পত্তির বিষয়ে আগের আদেশ না মানায় কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) ১৩ ডিসেম্বর আদালতে তলব করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ডিসিকে আদেশ না মানার ব্যাখ্যা দিতে ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
কক্সবাজারের বাসিন্দা মো. মাহাবুবুল আলমের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানির সময় বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস বলেন, হাইকোর্ট এর আগে কক্সবাজারের ডিসিকে সরকার কর্তৃক রিট আবেদনকারীর ০.১৫ একর জমি অধিগ্রহণ করার ক্ষতিপূরণের নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন।
তিনি আরও জানান, কিন্তু, ডিসি আবেদনটি নিষ্পত্তি করেননি এবং বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও হাইকোর্টকে কোনো ব্যাখ্যা দেননি।
আবেদনকারীর আইনজীবী আঞ্জুমান আরা সাংবাদিকদের বলেন, কক্সবাজারের ডিসি তার ৯০ বছরের মক্কেলকে কোনো ক্ষতিপূরণ দেননি। যদিও তিনি কয়েক বছর ধরে এই আবেদন করে আসছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।