Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ৬:৪২ পিএম | আপডেট : ৬:৪৩ পিএম, ৮ ডিসেম্বর, ২০২১

খুলনা মহানগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানিয়েছেন, নগরীর রূপসা স্ট্যান্ড রোডে মূল্য তালিকা না থাকায় ‘প্রথম স্বাদ রেস্টুরেন্টে’ দুই হাজার টাকা, পার্শ্ববর্তী হাবিব মিট শপে এক হাজার টাকা, আবাবিল সুইটসে তিন হাজার টাকা, আবার- নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে মামুন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, বরিশাল বেকারীকে দুই হাজার টাকা এবং নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে নতুন বাজার এলাকার মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ