Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে এবার নালায় পড়ে নিখোঁজ শিশু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

এবার নগরীর উন্মুক্ত নালায় পড়ে নিখোঁজ হয়েছেন এক শিশু। গতকাল মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু কামাল উদ্দিনের (১২) সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি চালায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেলে ওই শিশু নগরীর ষোলশহর ভ‚মি অফিসের সামনের বড় নালার ভেতর তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হয় গতকাল। এরপর সন্ধ্যায় সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। নিখোঁজ শিশু কামাল উদ্দিন নগরীর মুরাদপুর এলাকার একটি বস্তির বাসিন্দা আলী কাউসারের পুত্র।

আলী কাউসার জানান, সোমবার বিকেলে প্রতিবেশী রাকিবের সাথে কামাল উদ্দিন ভ‚মি অফিস লাগোয়া বড় নালায় নেমে প্লাস্টিকের খেলনা খুঁজছিল। এ সময় আবর্জনার উপর দিয়ে হেঁটে নালার মাঝামাঝি যেতেই দুইজন তলিয়ে যায়। সকাল থেকে বৃষ্টি হওয়ায় বড় ওই নালায় স্রোত থাকলেও উপরে আবর্জনার স্তুপের কারণে তা বোঝা যাচ্ছিল না। তলিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে স্রোতের তোড়ে রাকিব ১০-১৫ ফুট দূরে একটি নালার রিটেইনিং দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। এরপর সে দেয়ালের রড ধরে উপরে উঠে আসে। কিন্তু কামাল উদ্দিন আর উঠতে পারেনি।

রাকিব কলোনীতে ফিরে গিয়ে কামাল উদ্দিনের নিখোঁজের ঘটনা তার বাবাকে জানায়। খবর পেয়ে তিনি দুর্ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতা চাইলেও কেউ তার কথায় পাত্তা দেননি বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেলে তারা ওই শিশু নিখোঁজের খবর পান। এরপর ডুবুরিসহ উদ্ধার কর্মীরা সেখানে ছুটে যান। উদ্ধার কর্মীদের ধারণা, ওই শিশু আবর্জনায় আটকে গেছে। আবর্জনা ঠেলে তার সন্ধানে অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানায়, সিডিএর পানিবদ্ধতা নিরসন মেগাপ্রকল্পের অংশ হিসাবে বড় এই নালাটিতে সংস্কার কাজ চলছে। আর এ কারণে নালার সø্যাব উঠিয়ে ফেলা হয়। নগরীতে খাল-নালা-নর্দমা উন্মুক্ত পড়ে থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত ৩০ নভেম্বর নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় নালায় পড়ে পা ভাঙেন কমার্স কলেজের ছাত্র ইয়াসির আরাফাত।

এর আগে ৩০ জুন নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা চশমা খালে পড়ে এক নারীসহ দুই জন নিহত হন। এছাড়া ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনও তার লাশ পাওয়া যায়নি। গত ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদের মাঝার গেট এলাকায় নালায় পড়ে মারা যান বিশ^বিদ্যালয়ের ছাত্রী শেহেরিন মাহমুদ সাদিয়া। নালায় পড়ে মৃত্যুর ঘটনায় দায় নির্ধারণ করতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি এ জন্য সিটি কর্পোরেশন ও সিডিএ দায়ী করে প্রতিবেদন দিয়েছে। তবুও টনক নড়েনি এই দুই সংস্থার কর্মকর্তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ