Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরূপ আবহাওয়াতেও সৈকতে পর্যটক সমারোহ

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বিরূপ আবহাওয়াতেও কক্সবাজার সৈকতে পর্যটকদের সমুদ্র স্নান করতে দেখা গেছে। সাগরে সৃষ্ট ঘর্ণিঝড় জাওয়াদের রেশ এখনো কাটেনি। কয়েকদিন ধরে আকাশ গুমুট ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। সাগরে কোন সতর্ক সংকেত না থাকলেও সাগর এখনো উত্তাল রয়েছে। এর মাঝেও কক্সবাজারে পর্যটক আগমন থামেনি। গতকাল মঙ্গলবার বিকেলে কলাতলী ডলফিন মোড়ের সৈকতে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে কলাতলী হোটেল মোটেলে খবর নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবহাওয়া বিরূপ হলে কক্সবাজারে পর্যটক আসা কিছুটা কমলেও তা কেটে গেছে এখন। কয়েকজন হোটেল মালিক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে। আবহাওয়া আগের মতই ফুরফুরে ভাব বিরাজ করবে। কিছু পর্যটক বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে কক্সবাজারে সফর কর্মসূচি স্থগিত করেছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় তারা এখন নির্ভয়ে কক্সবাজার ভ্রমণে আসবেন বলে আশা করছেন হোটেল মালিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ