Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। গুরুতর দগ্ধ হয়েছেন শতাধিক। ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে নিখোঁজ রয়েছেন কয়েকজন। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। শনিবার থেকে সৃষ্ট উদ্ভ‚ত পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন পূর্ব জাভার মাউন্ট সেমেরু সংলগ্ন এলাকার বাসিন্দারা। উপদ্রæত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে তৎপর রয়েছেন উদ্ধারকর্মীরাও। রবিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি বলেন, এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জাভা দ্বীপের সবচেয়ে উঁচুতে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরি। এটি ভ‚পৃষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার (১২ হাজার ফুট) উচুতে অবস্থিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের খবরে জানিয়েছে, লুমাজ্যাং জেলার কয়েকটি গ্রামে ছাই-ভস্মে আচ্ছন্ন হয়ে গেছে। পাশাপাশি লাভা উদগীরণও হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে এলাকা ছাড়তে হচ্ছে তাদরে। ঘটনাস্থল থেকে মানুষকে পাঁচ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। যারা আশ্রয় কেন্দ্রে চলে গেছেন তাদের জন্য খাবার, মাস্কসহ জরুরি পণ্য পাঠিয়েছে কর্তৃপক্ষ। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ