Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উশুর প্রতিভা অন্বেষন কর্মসূচি

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার: জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে ঢাকা জেলার উশু প্রতিভা অন্বেষণ কর্মসূচি গত মঙ্গলবার শুরু হয়েছিলো। এতে ৬০ জন উশু খেলোয়াড় অংশ নেন। পল্টন ময়দান সংলগ্ন রোলার স্কেটিং মাঠে দিনব্যাপী বাছাই শেষে ২০ জনকে নিয়ে তিনদিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ওইদিনই শুরু হয়। যা আজ শেষ হচ্ছে। এখান থেকে চূড়ান্তভাবে চারজন খেলোয়াড়কে বাছাই করে দু’মাস ব্যাপী চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্পের আওতায় নেয়া হবে। যা শুরু হবে ঈদুল ফিতরের পর। এভাবে দেশের প্রত্যেক জেলা থেকেই বাছাই করে চূড়ান্ত ক্যাম্পের জন্য খেলোয়াড় সংগ্রহ করা হবে বলে জানা গেছে। প্রতিভা অন্বেষণ কর্মসূচিকে সমানে রেখে উশু অ্যাসোসিয়েশন মনিটরিং ও বাছাই কমিটি গঠন করে। মনিটরিং কমিটির চেয়ারম্যান মোতাহার হোসেন সাজু ও সদস্য সচিব সাইফুল আলম রোমান এবং বাছাই কমিটির চেয়ারম্যান আলমগীর শাহ ভূঁইয়া ও সদস্য সচিব করা হয়েছে দুলাল হোসেনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশুর প্রতিভা অন্বেষন কর্মসূচি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ