Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে ট্রাকের সাথে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৮:২৮ এএম

নাসিরনগরে মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষে সোহান চৌধুরী (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া- নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সোহান চৌধুরী নাসিরনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার ঠিকাদার জিলু চৌধুরীর একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে বিশ্বরোড থেকে নাসিরনগরের দিকে আসছিলো ওই শিক্ষার্থী। জেলার সরাইল উপজেলার ধরন্তী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলসহ মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

Show all comments
  • S.M.Abu Sayed ১ ডিসেম্বর, ২০২১, ৯:২৮ এএম says : 0
    ময়লার গাড়ী, বাস, ট্রাক, প্রাইভেট কার ড্রাইভার রা বেছে বেছে ছাত্রদের দেখে”?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ