পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। তাদের মধ্যে শ্যামপুর জুরাইন রেলগেট এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর বলে পুলিশ জানিয়েছে। গতকাল সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উদ্ধারের সময় নিহতের পরনে ময়লা লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি ছিল বলেও জানান পুলিশ।
এদিকে, হাজারীবাগে সান্তনা আক্তার মুক্তা নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আম্বুলা গ্রামে। এক ছেলের জননী তিনি। তার স্বামীর নাম জিল্লুর রহমান।
মৃত সান্তনার ছোট ভাই বাচ্চু সিকদার জানান, স্বামী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন আপা। দীর্ঘ ১৫/১৬ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।