মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে স্থানীয় সময় রবিবার হামলার ঘটনায় বাস্তুচ্যুত ২২ জনের প্রাণ গেছে। একজন ত্রাণকর্মীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উদ্বাস্তুদের ক্যাম্পে এক সপ্তাহের মধ্যেই দুইবার হামলার ঘটনা ঘটলো। এর আগের হামলায় মারা গেছে ২৯ জন। সেই ক্ষত না শুকাতেই আবারও হামলার ঘটনা ঘটলো। রেডক্রস কোণ্ডঅর্ডিনেটর মামবো বাপু ম্যান্স এএফপিকে বলেছেন, দুটি গণকবরে ২০ জনকে সমাহিত করা হয় তাৎক্ষনিকভাবে। পরে আরো দু’জনকে সমাহিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী ওই ক্যাম্পে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। ওই এলাকার সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সশস্ত্র গোষ্ঠী কডেকো ওই এলাকায় মাথাচাড়া দিয়েছে। তবে এ ব্যাপারে তিনি খোলাসা করে কিছু বলেননি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।