বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃতীয় ধাপে খুলনার তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়ন ও রূপসা উপজেলা ১ টিসহ মোট ৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫ টি ইউনিয়নে আ.লীগ প্রার্থী এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন পূর্ব সহিংসতায় আজ ভোর রাতে তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে বাবুল শিকদার নামে একজন আ’লীগ কর্মী নিহত হয়েছেন। এঘটনায় ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। রূপসার ঘাটভোগ ইউনিয়নের ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধারালো চাপাতি, হাতুড়িসহ শামীম শিকদার নামে এক আ.লীগ কর্মী গ্রেফতার হয়েছেন। রূপসার বামনডাঙ্গা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রিয়াদ নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে আ.লীগ নেতা কর্মীদের মহড়ার অভিযোগ পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাবসহ পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৮ টা নাগাদ ভোট গণনা শেষ হয়। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে,খুলনার দুই উপজেলার ৭ ইউনিয়নের ৫ টিতে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী সাধন অধিকারী তার কাছে পরাজিত হয়েছেন।
এছাড়া তেরখাদা সদর ইউনিয়নে নৌকার প্রার্থী এফ এম অহিদুজ্জামান, ছাগলাদাহ্ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এসএম দীন ইসলাম ও মধুপুর ইউনিয়নে নৌকা প্রার্থী মোঃ মোহসিন, আজগড়া ইউনিয়নে নৌকার প্রার্থী কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদাহ্ ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ বুলবুল আহমেদ, বারাসাত ইউনিয়নে নৌকার প্রার্থী কেএম আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।