Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়া-সুদান সীমান্তে হামলা, সুদানের ৬ সেনা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১০:১৮ এএম | আপডেট : ১১:১২ এএম, ২৮ নভেম্বর, ২০২১

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার হামলায় পার্শ্ববর্তী দেশ সুদানের ৬ সেনা নিহত হয়েছেন। ইথিওপিয়া-সুদান সীমান্তবর্তী এলাকায় সুদানের একটি চেকপোস্টে শনিবার (২৭ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে। সুদানের সামরিক বাহিনীর কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থাটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইথিওপিয়ার সামরিক বাহিনীর একটি অংশ এবং মিলিশিয়া গ্রুপগুলো আল-ফাশাগা আল-শুগ্রা নামক এলাকায় সুদানি বাহিনীর ওপর হামলা করে। এতে কয়েকজন সেনা নিহত হন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের নিরাপত্তা বাহিনীও এই হামলার কঠোর জবাব দিয়েছে এবং হামলাকারীদের জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’
তবে ইথিওপিয়ার হামলায় সুদানের ঠিক কতজন সেনা নিহত হয়েছেন, তা সুদানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়নি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ