নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রায় দুই বছর পর বক্সিং রিংয়ে নামছেন দেশের সিনিয়র বক্সাররা। ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতে নেপাল সাউথ এশিয়ান গেমসে একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জপদক জিতেছিলেন তারা। এরপর প্রাণঘাতি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কোন খেলা হয়নি। অবশেষে রিংয়ে নামার সুযোগ পাচ্ছেন বক্সাররা। সোমবার থেকে পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হচ্ছে সিনিয়রদের আসর বঙ্গবন্ধু বক্সিং প্রতিযোগিতা। আট বিভাগ এবং সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, বিকেএসপি ও বাংলাদেশ রেলের বক্সাররা অংশ নেবেন এ প্রতিযোগিতায়। সব মিলিয়ে প্রায় ১৯০ জন বক্সার খেলবেন। যার মধ্যে ১৬০ জন পুরুষ ও ৩০ জন নারী বক্সার। শনিবার এসব তথ্য জানান বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।