Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনা কৃষি বিশ্বদ্যিালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অ‌র্ধেকের বে‌শি শিক্ষার্থী অনুপ‌স্থিত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৭:১৬ পিএম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আজ শনিবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫০১ জন পরীক্ষার্থী ছিলেন। যার মধ্যে উপস্থিত ছিলেন ২০৯ জন এবং অনুপস্থিত ২৯২ জন।
খুকৃবি’র অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের ১১ টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে খুলনা মহানগরীর দৌলতপুরস্থ বিভিন্ন স্থানে ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার আসনবিন্যাস, কক্ষ নম্বর ও রোল নম্বর সম্বলিত ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত ১৩টি কমিটির মাধ্যমে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়েছে।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ