বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আতাউল্লাহ মন্ডনকে গাজীপুর মহানগরী আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। গাজীপুরে মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের পর তার স্থলে আতাউল্লাহ মন্ডলকে এ দায়িত্ব দেয়া হয়। তিনি গাজীপুর মহাগর আ.লীগের ১নং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। গাজীপুর মহানগর আ.লীগের সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১নং যুগ্ম সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে এ দায়িত্ব প্রদান করা হয়। গত ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক পদ থেকে মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার হওয়ার পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককের দায়িত্ব গ্রহণ নিয়ে বেশ আলোচনা চলছিল। অনেকে কেন্দ্রীয় কমিটিতে দৌড়ঝাপ করেছেন। নিয়ম অনুযায়ী এক নম্বর যুগ্মসাধারণ সম্পাদকের এই দায়িত্ব পাওয়ার কথা রয়েছে। তবে দলীয় একটি মহল ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে অসুস্থ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে অপারগ বলে প্রচার করে আসছিল বলে অভিযোগ উঠে। অবশেষে সব গুঞ্জন ছাপিয়ে এক নম্বর যুগ্ন সম্পাদক আতা উল্লাহ মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।