Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ডিসি’র কাছে বিএনপি’র স্মারকলিপি প্রদান

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৬:৫৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলন, সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি’র কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মহানগর বিএনপি’র আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব সোহরাব উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ দলসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন স্থান থেকে মহানগর ও জেলা বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলসহ জড়ো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ